Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অর্জনসমূহ
  • ২০১৭-১৮ অর্থ বছরে সাধারণ ভূমি উন্নয়ন করের দাবী ৪৬,৮৫,৬৭৭/- এবং সংস্থার ভূমি উন্নয়ন করের দাবি ৮৮,৫৫,৬৪২/- এবং সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় ৪৭,৭৩,০৩৪/- টাকা আদায়ের হার ১০১.৮৬% এবং সংস্থা ৫,৮০,০১২/- টাকা আদায়ের হার ৬.৫৫%।
  •  ২০১৮-১৯ অর্থ বছরে সাধারণ ভূমি উন্নয়ন করের দাবী ৪৭,০৯,২৭৮/-এবং সংস্থার ভূমি উন্নয়ন করের দাবি ১,৫৬,৮৩,৩১৬/-এবং সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় ৪৭,৩৮,৮২৭/-টাকা আদায়ের হার ১০০.৬২%এবং সংস্থা ১২,৩৩,১৬৬/-টাকা আদায়ের হার ৭.৮৬%।
  • ২০১৯-২০২০ অর্থ বছরে সাধারণ ভূমি উন্নয়ন করের দাবী ৪৯,৯০,২৬৪/- এবং সংস্থার ভূমি উন্নয়ন করের দাবি ২,১৮,৩৩,৬১৪/- এবং সাধারণ ভূমি উন্নয়ন কর আদায় ৫০,৭৭,৫১৫/- টাকা আদায়ের হার ১০১.৭৪% এবং সংস্থা ২,২১,৭৬,৪৩৫/-টাকা আদায়ের হার ১০১.৫৭%।
  • ২০১৭-২০১৮, ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থ বছরে বহির্ভূত রাজস্ব খাতে আদায়কৃত টাকার পরিমাণ যথাক্রমে ১৩,৪২,৩৫০/-, ৫৯,৭১,৯৯৩/- ও ২,৭২,৫৩,৯৫০/- টাকা।
  •  বিগত দুই বছরে ২০৬৫ টি নামজারি/জমাভাগ কেস ও ৪৮টি মিস কেইস নিষ্পত্তি করা হয়েছে।  
  • উখিয়া উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ১৪৫ পরিবারকে কৃষি খাস জমি ব্যবস্থাপনা বন্দোবস্ত প্রদান করা হয়েছে।
  • ১৮০০ মিউটেশন কেস নিষ্পত্তির মাধ্যমে ১৮০০ খতিয়ান হালনাগাদ করা হবে।
  • ভূমি উন্নয়ন কর ও কর বহির্ভূত রাজস্বের বিভিন্ন খাত হতে মোট ৭৩ লক্ষ টাকা আদায় করা হবে।
  • ৪০টি মিস কেইস নিষ্পত্তি করা হয়েছে।